অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট রাখার দায়ে ২ জনের কারাদণ্ড

অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট রাখার অপরাধে মানিকগঞ্জের হরিরামপুরে একটি হোমিও হলের মালিক ও চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিল্লাহ হোসেন এই দণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ঝিটকার উজানপাড়া এলাকার আলিম হোসেনের ছেলে আব্দুল কাদের (৪২), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে হোমিও ডাক্তার আশরাফ উদ্দিন মোল্লা (৫৪)।

সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝিটকা গালা রোডের ভূঁইয়া হোমিও হলে অভিযান চালিয়ে ১২ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে রেকটিফাইড স্পিরিট ছিল একশ’ এমএল করে। পরে হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ দণ্ড প্রদান করেন।’