পোষা পাখি ধরা নিয়ে তাণ্ডব!

খাঁচা থেকে বের হয়ে যাওয়া একটি পোষা পাখি ধরাকে কেন্দ্র করে মাগুরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, কুপিয়ে জখম এবং বাড়িঘর-দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে বাসো গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ  ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাসো গ্রামের আজিজার ও ডা. বাবলু মেম্বারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার আজিজারের পোষা পাখি খাঁচা থেকে উড়ে গিয়ে পাশের বাড়ির কবির মোল্ল্যার সফেদা গাছে গিয়ে বসে। কবির মোল্লা হলেন বাবলু মেম্বারের সমর্থক। এসময় গাছে উঠে পাখি ধরাকে কেন্দ্র দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজিজারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে করিব হোসেন (৪০), কবির মোল্ল্যা (৩৮), জীবলু মোল্ল্যা (৩৬),  সিয়ারুন বেগমকে (৬০) আহত করে। ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুরও করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ বলেন, সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা দিয়েছি। তাদের সদর হাসাপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, বাবুখালী ইউনিয়নে বাসো গ্রামে পোষা পাখি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মো. আজিজারকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।