নদী থেকে বালু-মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।