মাটিরাঙায় ভোটের নিরাপত্তা তিন শতাধিক জনবল নিয়োগ

রাত পোহালেই ভোট খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভায়। শুক্রবারই শেষ হয়েছে নির্বাচনের প্রচার- প্রচারণা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। রিটার্নিং অফিসার রাজু আহমেদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তিন শতাধিক জনবল নিয়োগ করা হয়েছে। 

৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫৫ বুথে ভোট গ্রহণ করা হবে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এর জন্য ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৫ জন অ্যাসিসট্যান্ট প্রিজাইডিং অফিসার, ১১০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ পরিদর্শকসহ ৯ কেন্দ্রে প্রায় ২০০ পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।  এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল টিম, রাব ও বিজিবির একটি করে টিম মোতায়েন থাকবে।  

তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রার্থী ও ভোটারসহ সবার সহযোগিতা কামনা করেন।