ধ্বংস করা হলো ৪ কোটি টাকার কারেন্ট জাল

মুন্সীগঞ্জ সদর উপজেলার তিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মৎস্য অফিসের হিসাবে যার আনুমানিক মূল্য চার কোটি টাকা। পরে জব্দ করা জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চলে।

তিনটি কারখানা হলো-সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড, তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রি লিমিটেড এবং রানা মুন্সী নামের নতুন কারেন্ট জাল তৈরির কারখানা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রি, সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি কারখানায় অভিযান চালানো হয়। কারখানায় কারেন্ট জাল প্রস্তুত করা হচ্ছিল। এসময় প্রায় দুই কোটি মিটার অবৈধ জাল ও কারেন্ট জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের উপস্থিতিতে নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর তীরে এসব অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম, নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. আশমাদুল প্রমুখ।