এলপিজি গ্যাসের গুদামে ডাকাতি, ৩১ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা কোম্পানির এলপিজি গ্যাসের এক পরিবেশকের গুদামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুদামের কর্মচারীদের হাত-পা বেঁধে ও পিটিয়ে নগদ চার লাখ টাকা এবং একটি পিকআপ ভর্তি গ্যাস সিলিন্ডারসহ প্রায় ৩১ লাখ ৭৮ হাজার ৭’শ ৪০ টাকার মালামাল লুট করে করে নিয়ে যায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার জাঙ্গাল কাউসার এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মৃদুল (২৮) ও আলামিন (২৩) নামে দুই জনকে গ্রেফতার করেছে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। লুণ্ঠিত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত জিজ্ঞাবাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।