ধসে গেছে সেতুর সংযোগ সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-সৈয়দ আহমদ কলেজ সড়কের লোহাগাড়া খালের সেতুর পাশে ধসে গেছে। যেকোনও সময় ধসে যাওয়া অংশে যানবাহন পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। জনগণ গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া-সৈয়দ আহমদ কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া সেতু। প্রতিদিন শত শত যানবাহন ও জনগণ ওই সেতু পেরিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করে। সড়ক ধসে যাওয়ার পরও রড, সিমেন্ট, পাথর, ইট, বালু, কাঠের গুঁড়িবাহী যানবাহন অবাধে চলাচল করছে।

জোড়গাছা গ্রামের প্রভাষক রফিকুল ইসলাম মতিন, লোহাগাড়া গ্রামের কামাল হোসেন মাস্টার, মূলবাড়ী গ্রামের কেরামত আলী মাস্টার, এম রহমান সাগর, সুইটি বেগম, দীঘলকান্দী আব্দুর রাজ্জাক লটকারু, আব্দুল লতিফ মেম্বার, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, লোহাগাড়া গ্রামের বদিউজ্জামান মান্নান, আশরাফ আকন্দ, মোকছেদ আলী, শাহাদত হোসেন প্রমুখ জানান, গত প্রায় দু’বছর আগে অতিরিক্ত বর্ষণ ও বন্যায় সেতুর সড়ক ধসে যায়। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবিলম্বে সংস্কার না করলে ধসে যানবাহন পড়ে প্রাণহানি ঘটতে পারে।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, সুখদহ নদীর ওপর বুড়া মেলা, লোহাগাড়া খালের ওপর সেতুসহ তিনটি সেতুর মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। ডিজাইনের কাজ শেষ হলেই নতুন করে সেতু নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া অন্যগুলোও সংস্কার করা হবে।