লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদ মারা যাওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘কারাগারে মারা গেলে আমরা সব সময় তদন্ত হয়। সেটি স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক। যেকোনও মৃত্যুকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। সেজন্য যেকোনও মৃত্যুর ঘটনায় আমরা পোস্ট মোর্টেম করি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে কেন তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুর পেছনে কারও গাফলতি ছিল কিনা তদন্ত করে দেখবো।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লেখক মুশতাক আহমেদ আগেও দুই একবার তার লেখনিতে আইনশৃঙ্খলা, ধর্মের প্রতি বিশ্বাসের ওপর আঘাত করেছিলেন। ২০২০ সালে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই মামলায় তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। আইজি প্রিজন থেকে সংবাদ পেয়েছি মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারাগারের ভেতরে থাকা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর তাজ উদ্দিন মেমোরিয়াল হাসাপতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

আলজাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘দেশকে অস্থিতিশীল করতে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আলজাজিরা যেই সংবাদ পরিবেশন করেছে, এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি। দেশের মানুষ ওই নিউজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কেন এই মিথ্যা নিউজ, বানোয়াট নিউজ প্রচার করা হয়েছে। এর উদ্দেশ্য কি এগুলো আমরা খতিয়ে দেখছি।’