স্ত্রীকে ‘পিটিয়ে হত্যার’ পর স্বামী পলাতক, শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে স্ত্রী নুরজাহান ওরফে নুরিকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জান আলীর বিরুদ্ধে। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জান আলী উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত জমির শেখের ছেলে। এ ঘটনার পর থেকে জান আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ নিহতের শাশুড়ি নুরজাহান বেগমকে (৭০) আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে নুরজাহান ওরফে নুরীকে পিটিয়ে গুরুতর আহত করে তার স্বামী জান আলী। নুরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তার ‍মৃত্যু হয়। দামুড়হুদা থানার পুলিশ শনিবার দুপুরে লাশটি তাদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠান।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জান আলী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের ময়নাতদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে।