ভুট্টাবোঝাই ট্রাকে ছিল ১৫ কেজি গাঁজা

ভুট্টাবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা জব্দ করেছেন রংপুর র‌্যাব-১৩ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রংপুরের কাউনিয়া উপজেলার কদমতলা মীরবাগ বাজারের কাছে অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে কাউনিয়ার কদমতলা মীরবাগ বাজার এলাকায় মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক একটি ভুট্টাবোঝাই ট্রাকে তল্লাশি করে সেখানে ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সঙ্গে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।মাদক ব্যবসায়ী সন্দেহে আটক তিন জন

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদরের মো. জহুরুল হক লিটন, টাঙ্গাইলের মো. জুয়েল রানা এবং মো. নুর আলম। সেই সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছে। তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।