জীবিত হরিণসহ শিকারি গ্রেফতার

খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় অভিযান চালিয়ে জীবিত হরিণসহ এক শিকারি গ্রেফতার হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম মাজহারুল হক প্রেস বার্তায় জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে একটি টহল দল দাকোপ থানাধীন লাউডোপ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার ও একজন হরিণ শিকারীকে গ্রেফতার করা হয়। তার নাম শাকিল সরদার (১৯)। সে দাকোপ উপজেলার ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে। হরিণ ও শিকারিকে ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা হরিণ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।