মাটির নিচ থেকে ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১৪৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। ১৫ মার্চ (সোমবার) দিনগত রাত সাড়ে ১১টায় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশ একটি পাত্রসহ মোট ১৪৩টি প্রাচীন মুদ্রা রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশবচন্দ্রের (স্কুল শিক্ষক) বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশের ধারণা, মুদ্রাগুলো রুপার তৈরি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক কেশবচন্দ্র তার নিজ বাড়িতে সেপটিক ট্যাংকি স্থাপনের জন্য একই গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মণ নামে এক শ্রমিককে দিয়ে গত ১৩ মার্চ মাটি খনন করিয়েছিলেন। খননকালে মহেন্দ্র মাটির নিচে একটি পাত্রে ১৪৩টি রৌপ্য মুদ্রা পেয়ে তা বাড়ির মালিক কেশবচন্দ্রকে দিয়ে দেন। কিন্তু বিষয়টি উভয়ে গোপন রাখেন।

মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি একপর্যায়ে ফাঁস হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান। সে সময় শ্রমিক মহেন্দ্র পাত্রসহ মুদ্রা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন এবং এ তথ্য গোপন রাখতে স্কুলশিক্ষক কেশব চন্দ্র তাকে নির্দেশ দেন বলে জানান।

স্কুলশিক্ষক কেশব চন্দ্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনও কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

রৌপ্যমুদ্রাগুলো পাত্রসহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।