পৌর মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল-মামুন খানের (৪৩) বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাতে পুঠিয়া থানায় একজন নার্স এ মামলা দায়ের করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহ্রাওয়ার্দী হোসেন জানান, ঘটনার শিকার রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ওই নারী ২০১৯ সালে পুঠিয়ায় গ্রামীণ হাসপাতালে নার্সের চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় আল-মামুন খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মামুন বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাসে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। বাদী আরও উল্লেখ করেন, বাদী পুঠিয়া থেকে ঢাকায় চাকরিতে চলে যাওয়ার পরও তিনি ঢাকায় গিয়েও সম্পর্ক স্থাপন করেন।

এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। বাদীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।