নববর্ষ উপলক্ষে হিলি ও বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর-১৪২৮। তাই নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থল কাস্টমস স্টেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে পণ্য লোড-আনলোড ও ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রমও বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এদিকে বেনাপোল প্রতিনিধি জানান, নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা দু’দিন আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সচল থাকবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বেনাপোল স্থলবন্দরসকালে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, ১৪ এপ্রিল এপার বাংলায় আর ১৫ এপ্রিল ওপার বাংলায় পহেলা বৈশাখের সরকারি ছুটি। এ জন্য দু’দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ এপ্রিল শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, প্রতি বছরে পহেলা বৈশাখে ভারতের ব্যবসায়ীরা বর্ষবরণ পালন করেন। এদিন ছুটি কাটাতে বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকে। বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারি ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।