টিসিবির ডিলারকে জরিমানা

বগুড়ায় ওজনের কম দিয়ে প্রতারণা করার অপরাধে টিসিবির ডিলার গিয়াস উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার গিয়াস উদ্দিন ওজনে কম দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছিল। বুধবার বিকালে নিশিন্দারা উপশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ডিলার গিয়াস উদ্দিনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এমন কাজ করলে তার টিসিবির ডিলারশিপ বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে। আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্ত অনুসারে বাজার স্থানান্তরের বিরোধিতা করে মাইকিং করায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের জেল দেন। মঙ্গলবার রাতে শহরের কালিতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার আদালত এ দণ্ড দেন। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কালিতলা বাজার কমিটির সভাপতি ও ইজারাদার রিয়াদ জরিমানার টাকা পরিশোধ করে রেহাই পান।

আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে কালিতলা হাট শহরের কাটনারপাড়ায় করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর মাইকিং করেন। কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বাজার কমিটির সভাপতি রেজাউল করিম রিয়াদ এর বিরোধিতা করেন এবং বাজার স্থানান্তর করবেন না বলে মাইকিং করেন। রাতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেন। পরে রিয়াদ জরিমানার টাকা দিয়েছেন। আদালত তাকে সতর্ক করেছেন।