সরকারি নির্দেশনা অমান্য করায় যুবককে লাখ টাকা জরিমানা

লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় ফারুক মিয়া (৩৮) নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ফারুক মিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর শহরের নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীন আব্দু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ-আলম অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, এ ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম পৌর শহরের সড়কবাজারসহ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুপুরের দিকে বিএনপি নেতার ছেলে ফারুক মিয়া এক সঙ্গীসহ মোটরসাইকেলযোগে সড়কবাজারে প্রবেশ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা দলটি তার মোটরসাইকেলটিকে থামতে ইশারা দিলে সে আদেশ অমান্য করে। পরে অভিযানে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলাম এগিয়ে গেলে মোটরসাইকেলের ধাক্কায় তার হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে অন্যান্য পুলিশ সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে ও ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য, মাথায় হেমলেট না থাকা ও মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।’