খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মালিক গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ভেজাল মধু সরবরাহের অপবাদে মাথার চুল কেটে বিদ্যুতের খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠান মালিক জিসান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মধুর জন্য এই নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনাটি পুলিশ সুপার জানতে পেরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী জিসানকে শুক্রবার বিকালে আটক করা হয়। 

মধু বিক্রেতা এই দুই ভাই হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাঁদপুর গ্রামের আল-আমিন (২৪) ও তার ছোট ভাই আলাল সরদার (১৮)।

এ ঘটনায় দুই সহোদরের বাবা আলম সরদার শুক্রবার সন্ধ্যায় থানায় একটি মামলা করেন। ভেজাল মধু সরবরাহের অপবাদে মাথার চুল কেটে বিদ্যুতের খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন:

চুল কেটে খাম্বায় বেঁধে দুই ভাইকে নির্যাতন