স্পিডবোট দুর্ঘটনা: মেহেন্দীগঞ্জের নিহত ৪ জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা

মাওয়ার শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে চার জনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। সোমবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে গেছেন নিহতের পরিবারের সদস্যরাও। 

নিহতরা হলেন– মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব ষাট্টি গ্রামের সহোদর সাইফুল হোসেন ও রিয়াজ হোসেন, মেহেন্দিগঞ্জ পৌর শহরের বদরপুর এলাকার মনির চাপরাশি। তারা সবাই ব্যবসায়ী।

ওসি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে দোকানের জন্য মালামাল কিনতে ওই চার জন ঢাকায় গিয়েছিলেন। মালামাল পাঠিয়ে দিয়ে তারা সড়কপথে নিজ এলাকায় ফিরছিলেন। মাওয়া পয়েন্টে স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় শিবচর পয়েন্টে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাদের পরিবারগুলোতে চলছে আহাজারি। তবে এখন পর্যন্ত মরদেহ এলাকায় আসেনি। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মরদেহ মেহেন্দিগঞ্জে আনার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ওই তিন পরিবারের সদস্যরা এখন তাদের স্বজনদের মরদেহের অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে অপেক্ষা করছেন এলাকাবাসী। জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই নিহতের স্বজনদের খবর নিচ্ছেন এবং মরদেহ আনার চেষ্টা করছেন। কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

প্রসঙ্গত, সোমবার (৩ মে) সকালে মাদারীপুরের পুরনো কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই একটি স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের  ধাক্কা লাগে। এতে এখন পর্যন্ত ৩ শিশু ও এক নারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরও খবর: শিবচরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২৬