ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় গ্রেফতার আরও ৮

হেফাজতে ইসলামের কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ও সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত ৫৬টি মামলায় মোট ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার লোককে আসামি করা হয়। পুলিশ এ পর্যন্ত ৪৬২ জনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘তাণ্ডবের ঘটনার সময়ের পাওয়া স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।’

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংস কার্যকলাপ চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।