ভিড় এড়াতে ঈদের পরের দিন গ্রামে ফিরছেন অনেকে

ঈদের পরের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। শনিবার (১৫ মে) সকালে যাত্রীদের মোটামুটি চাপ দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে। একসময় শিমুলিয়া ঘাট এলাকা ফাঁকা হয়ে যায়। ভিড় এড়াতেই এসব যাত্রী ঈদের পরের দিন গ্রামের দিকে ছুটছেন। শিমুলিয়া ঘাটে যাত্রীদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

কয়েকজন যাত্রী বলেন, ‘ঈদে স্বজনদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। কিন্তু, ঈদের আগে প্রচণ্ড ভিড়ের কারণে গ্রামে যেতে পারিনি।’ তাদের মতো অনেক যাত্রী অসুস্থ স্বজনদের দেখতে বাড়ি যাচ্ছেন।

সকালে যাত্রীদের মোটামুটি চাপ দেখা গেছেমাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘ঢাকায় ঈদ করে কিছু মানুষ আজ বাড়িতে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদের বাকি ছুটি কাটাতে। এছাড়া আবার এক সপ্তাহ লকডাউন বৃদ্ধি করার কারণে অনেক যাত্রী দক্ষিণাঞ্চল থেকেও আসছেন। তাই সকালের দিকে একটু ভিড় ছিল।’

সকাল থেকে এই নৌরুটে ১৪টি ফেরি চলছে বলে জানান তিনি।