ভারত থেকে আসা ১১৮ জন কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে 

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে রবিবার ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে দুই দিনে কুষ্টিয়ার তিনটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১১৮ জনকে রাখা হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত থেকে দর্শনা বন্দর দিয়ে আসা ৩৬ জন বাংলাদেশিকে বাসে কুষ্টিয়া পিটিআইয়ে আনা হয়। পিটিআইয়ের বীর প্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৭ জনকে এবং শহরের একটি আবাসিক হোটেলে নয় জনকে রাখা হয়। তাদের মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনা পরীক্ষার জন্য রবিবার সকালে ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শনাক্ত দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেক জনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেকে তার মায়ের সঙ্গে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) রাখা হয়েছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। রবিবার সাড়ে ৮টার দিকে দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তবে তাদের শরীরে তেমন কোনও উপসর্গ নেই।’