ইয়াসের প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২৬ মে) সকাল ৯টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের  (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আহমেদ আলী।

এদিকে, পদ্মা নদীতে তীব্র ঢেউয়ে শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের রো রো পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি অংশ জোড়া নিয়ে গঠিত পন্টুনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিচ্ছিন্ন অংশটি কাছেই আছে, কোথাও ভেসে যায়নি। বৈরী আবহাওয়ার কারণে এ ঘাটটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, উত্তাল পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ আর বাতাসের কারণে পন্টুনগুলো অনবরত দুলছিল। ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের একটি অংশের জোড়া ছুটে গেছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে জোড়া লাগানোর কাজ শুরু হবে। শাহ মখদুম নামে একটি ফেরি নোঙরে ছিল এ পন্টুনে। ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, এ পল্টুনে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে দূরে থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে গতকাল বিকাল ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।