চট্টগ্রাম উপকূলে বেড়েছে জোয়ারের পানির উচ্চতা

ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আছড়ে না পড়লেও চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় গত দু’দিন ধরে এর প্রভাব পড়তে শুরু করেছে। এর প্রভাবে চট্টগ্রামের কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল থেকেই গুমোট হয়ে আছে চট্টগ্রামের আকাশ। এর প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে জোয়ারের পানির উচ্চতা।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ইয়াসের প্রভাব তেমন একটা নেই। ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র উপকূলে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে।’