X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুন ২০২১, ২৩:২৬আপডেট : ২৫ জুন ২০২১, ২৩:২৬

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রায় এক মাস আগে বাঁধ ভাঙায় সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে প্রতিদিনই ঢুকছে জোয়ারের পানি। যেন নদীর মধ্যে বসবাস করছে এ এলাকার মানুষ। চারদিকে পানি আর পানি। কোথাও কোনও শুকনো জায়গা নেই। সেজন্য বাধ্য হয়ে শুক্রবার (২৫ জুন) আবারও কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন প্রতাপনগরের মুসল্লিরা। এদিকে পূজা-অর্চনাও করতে পারছেন না হিন্দু সম্প্রদায়ের অধিবাসীরা।

প্রতাপনগরের মোতোয়াল্লি গাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ বাবুল হোসেন বলেন, আমরা যে কী অবস্থার মধ্যে আছি, কেউ না দেখলে বিশ্বাস করবে না। চারদিকে পানি আর পানি। কেউ মারা গেলে কবর দেওয়ার জায়গা পর্যন্ত নেই। কোমর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে বাধ্য হচ্ছি। এ সপ্তাহের জুমার নামাজও পানির মধ্যে পড়তে হয়েছে।

তিনি বলেন, নদী আর জনপদ মিলেমিশে একাকার হয়ে আছে। খোলপেটুয়া নদীর লবণাক্ত পানি বয়ে চলেছে প্রতাপনগরের জনপদে। এক কথায় পানিতে ভাসছে প্রতাপনগর।

এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়

এলাকার বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, ইয়াসের একমাস হলো। সবাই শুধু এসে দেখে প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু বাস্তবে কিছু দেখি না। এই ইউনিয়নে প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস। অধিকাংশ মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। মাইলের পর মাইল রাস্তা, হাজার হাজার বিঘার মৎস্য ঘের, সবুজ শ্যামল, ফসল ভরা ক্ষেত খামার, প্রকৃতির পরিবেশ, ব্যবসায়ীদের দোকানপাট সবই নদীর লবণ জলে জলাঞ্জলি হলো। বাদ যায়নি ধর্মীয় উপাসনালয় মসজিদ, মন্দির, স্কুল মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষের খবর নিচ্ছে না কেউ।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন বেড়িবাঁধ ভাঙায় প্রায় ১০ মাস কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটার লোনাপানির স্রোত বয়ে গেছে। বাঁধ ঠিক করার দুইমাস পর আবারও গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রতাপনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আজও খোলপেটুয়া নদীর লবণাক্ত পানির জোয়ার ভাটার স্রোত বয়ে যাচ্ছে। গত বছরের ক্ষত না শুকাতেই আবারও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়া মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

ইতোমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যাওয়ায় অনেক পরিবার এলাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

/এফআর/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা