খুলনা জেনারেল হাসপাতালকেও করা হচ্ছে করোনা ইউনিট

খুলনায় করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে খুলনা জেনারেল হাসপাতালকেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী রবি অথবা সোমবার এখানে করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘শুক্রবার জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা জেনারেল হাসপাতালকে পুরোটাই করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েই চলেছে, সেজন্য আমরা যত দ্রুত সম্ভব সাধারণ রোগীদের যারা সুস্থ হচ্ছেন তাদের ছাড়পত্র দিচ্ছি। আর যাদের হাসপাতালে রেখে চিকিৎসা প্রয়োজন হবে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করছি। বিষয়টি রোগীর স্বজনদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, যার কারণে প্রাথমিকভাবে ওই শয্যাই করোনা ইউনিট চালু করা হবে।