সোমবার পটুয়াখালীর ১৯ ইউপির নির্বাচন

পটুয়াখালীর চার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

জানা গেছে, এসব ইউনিয়নের ১৭৩টি ভোট কেন্দ্রে ৩ লাখ ২২ হাজার ২শ’ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনের সব প্রস্তুতি। এর মধ্যে আংগারিয়া ও বগা ইউনিয়নের ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন। বাকি ১৭ ইউনিয়নে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি ও সিলসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনে ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য (মহিলা) পদে ১৯৫ জন ও ওয়ার্ড সদস্য পদে ৬৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।