টাঙ্গুয়ার হাওরে বিধিনিষেধ না মানায় নৌযানকে অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সরকারি নিষেধাজ্ঞা না মানায় দুটি নৌযানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রায়হান কবির পৃথক দুটি মামলায় দুই নৌযানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সম্প্রতি করোনা সংক্রমণের জন্য সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিক টিলা, যাদুকাটা নদী, ট্যাকেরঘাট লাকমাছড়াসহ সবকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া হাওরে পর্যটকবাহী নৌযানগুলোকেও পর্যটকদের বহন করতে নিষেধ করা হয়। কিন্তু সরকারি নিষেধের পরও টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসা-যাওয়া করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রায়হান কবির জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গত, সোমবার বিকালে বাংলা ট্রিবিউনে বিধিনিষেধ না মেনে তাহিরপুরে আসছেন পর্যটকরা শিরোনামে সংবাদ ছাপা হয়।