স্বজনরা না আসায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও

পিরোজপুরের কাউখালীতে করোনায় মারা যাওয়া এক নারীর মৃতদেহের গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা। শুক্রবার (৯ জুলাই) রাতে ওই নারীর মৃতদেহের সৎকারে কাউকে না পেয়ে ইউএনও নিজেই এগিয়ে আসেন।  

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের সদস্য মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী জানান, সদর ইউনিয়নের উজিয়াল খান এলাকার বাসিন্দা সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মো. সোলায়মান হোসেনের স্ত্রী রেখা সুলতানা(৪৮) করোনা আক্রান্ত হয়ে মারা যান। বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। এরপর সন্ধ্যার দিকে তার লাশ বাড়িতে আনা হয়।

ইউপি সদস্য জানান, স্বজনরা করোনায় মারা যাওয়া রেখা সুলতানার মৃতদেহের গোসলে এগিয়ে না আসায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজিয়াল খান এলাকার লিলি বেগম ও দক্ষিণ বন্দর এলাকার শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে ওই নারীকে গোসল করান। এর পরে জানাজা শেষে দাফন করা হয়।

তিনি আরও জানান, করোনায় মারা যাওয়া রেখা সুলতানাকে উজিয়াল খান এলাকার সি অ্যান্ড বি রোডে পারিবারিক কবরস্থানে রাত সারে ১২টার দিকে দাফন করা হয়। তিনিও দাফনে অংশ নেন।