সুন্দরবন থেকে ৪০০০ ফুট ফাঁদসহ চার হরিণ শিকারি আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ফুট ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছেন বনপ্রহরীরা। রবিবার ভোর রাতে এ অভিযান চালানো হয় বলে জানান বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো– বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) এবং বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।

বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনপ্রহরীরা শিকারিদের আটক করতে শুকপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় শিকারিরা বনপ্রহরীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে দুই বোতল কীটনাশক ও দুটি ছুরি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে রবিবার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে একই দিন বিকাল ৩টায় শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকা থেকে কীটনাশক দিয়ে শিকার করা দুই কেজি চিংড়ি মাছসহ এক জেলেকে আটক করেন বনপ্রহরীরা। আটক জেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল হাকিম বাহালীর ছেলে জাহাঙ্গীর (২৫)। তাকেও মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা।