বাঘের বাচ্চা মনে করে ধরা হলো বনবিড়াল

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বাঘের বাচ্চা মনে করে একটি বনবিড়াল আটক করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গফিপাড়া গ্রামের একটি চা বাগান থেকে এটিকে আটক করা হয়। পরে সেটিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডানাকাটা ক্যাম্পে হস্তান্তর করা হয়। সামাজিক বন বিভাগের দেবীগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের একটি চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। কাজের এক ফাঁকে বনবিড়ালটিকে দেখতে পেয়ে বাঘের বাচ্চা মনে করে চিৎকার শুরু করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় বনবিড়ালটিকে আটক করা হয়।

বিজিবি ডানাকাটা ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান বলেন, ‘এলাকাবাসী বাঘের বাচ্চা মনে করে একটি বনবিড়াল আটক করে আমাদের ক্যাম্পে রাখেন। বাঘের বাচ্চা না বনবিড়াল তা নিশ্চিত হওয়ার জন্য ওই প্রাণীটিকে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।’ 

পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান জানান, এই প্রাণীটিকে স্থানীয় ভাষায় বাঘডাসা বলে। এটির ভালো নাম বনবিড়াল। প্রাণীটির গলায় চোট লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে বিজিবি সদস্যরা প্রাণীটিকে নিয়ে গেছেন।