X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডালক্ষেতে ‘বিষ প্রয়োগে’ কবুতরসহ ৫ শতাধিক পাখির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২২:৪৪আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২২:৪৪

পটুয়াখালীর কলাপাড়ায় দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করা খাবার খেয়ে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক কবুতর খামারি।

শনিবার (২৩ মার্চ) ও রবিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক মেহেদি শেখ তার মুগডাল ক্ষেতে দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। গত বছরও ওই এলাকার কৃষিক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছে বলে জানিয়েছেন তারা। রবিবার (২৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের সদস্যরা।

ভুক্তভোগী কবুতর খামারি মেসকাত মিয়া বলেন, ‘আমি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অনার্সে পড়ি। পাশাপাশি বেশ কিছু কবুতর পালন করি। শনিবার সকালে প্রায় ৪২টা কবুতর আমার খামার থেকে ছেড়ে দিই। বেলা ১২টার দিকে বাড়ি এসে দেখি ২২টা কবুতর মারা গেছে। আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহেদি শেখ। তিনি ক্ষেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। যাতে কোনও পাখি ক্ষেতে না বসে। তার ক্ষেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়। শুধু আমার কবুতরই নয় এই এলাকার অনেক কবুতর ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে।’

একই এলাকার অপর কবুতর খামারি ইব্রাহিম শিকার বলেন, ‘শনিবার আমার খামারের ১০টি কবুতর মারা গেছে। মারা যাওয়া অনেক কবুতরের ছোট ছোট বাচ্চা রয়েছে। এখন এই বাচ্চা কবুতরের খারাপ অবস্থা। আমি অনেক লোকসানে পড়ে গেলাম। মেহেদির ক্ষেতের ডাল খেয়েই এসব কবুতরের মৃত্যু হয়েছে। তবে ক্ষেতে বিষ দেওয়ার আগে আমাদের জানালে আমরা কবুতরগুলো আটকে রাখতাম। এ ছাড়া ঘুঘু ও শালিকসহ বিভিন্ন পাখিরও মৃত্যু হয়েছে ওই খাবার খেয়ে।’ একই কথা জানিয়েছেন মনির, সবুজ ও ছালেকসহ অনেক কবুতর খামারি।

এ বিষয়ে কৃষক মেহেদি শেখ বলেন, ‘আমি ক্ষেতে বিষ প্রয়োগ করি নাই। আমি নিজেও কবুতর পালন করি।’

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘আমরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে পাখি মৃত্যুর সত্যতা পেয়েছি। এটা একটা পরিকল্পিত ঘটনা। ধারণা করা হচ্ছে, কোনও দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে। যা খেয়ে কবুতর, ঘুঘু, শালিক ও চড়ুই পাখির মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করা হয়েছে। তারা ক্ষেতে বিষ প্রয়োগের বিষয়ে সচেতন হবে বলে জানিয়েছে।’

কলাপাড়া বন বিভাগের সদস্য নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে থাকা কামরুল আলম বলেন, ‘আমরা এখানে এসে জানতে পেরেছি, বেশ কয়েকজন খামারির কবুতর মারা গেছে। এ ছাড়া কিছু পাখিরও মৃত্যু হয়েছে। ডালক্ষেতে বিষ প্রয়োগে করা খাবার খেয়ে এসব পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একজনকে অভিযুক্ত করেছেন এই এলাকার খামারিরা। আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!