X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ডালক্ষেতে ‘বিষ প্রয়োগে’ কবুতরসহ ৫ শতাধিক পাখির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২২:৪৪আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২২:৪৪

পটুয়াখালীর কলাপাড়ায় দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করা খাবার খেয়ে কবুতরসহ পাঁচ শতাধিক পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক কবুতর খামারি।

শনিবার (২৩ মার্চ) ও রবিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক মেহেদি শেখ তার মুগডাল ক্ষেতে দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। গত বছরও ওই এলাকার কৃষিক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছে বলে জানিয়েছেন তারা। রবিবার (২৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের সদস্যরা।

ভুক্তভোগী কবুতর খামারি মেসকাত মিয়া বলেন, ‘আমি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অনার্সে পড়ি। পাশাপাশি বেশ কিছু কবুতর পালন করি। শনিবার সকালে প্রায় ৪২টা কবুতর আমার খামার থেকে ছেড়ে দিই। বেলা ১২টার দিকে বাড়ি এসে দেখি ২২টা কবুতর মারা গেছে। আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহেদি শেখ। তিনি ক্ষেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। যাতে কোনও পাখি ক্ষেতে না বসে। তার ক্ষেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়। শুধু আমার কবুতরই নয় এই এলাকার অনেক কবুতর ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে।’

একই এলাকার অপর কবুতর খামারি ইব্রাহিম শিকার বলেন, ‘শনিবার আমার খামারের ১০টি কবুতর মারা গেছে। মারা যাওয়া অনেক কবুতরের ছোট ছোট বাচ্চা রয়েছে। এখন এই বাচ্চা কবুতরের খারাপ অবস্থা। আমি অনেক লোকসানে পড়ে গেলাম। মেহেদির ক্ষেতের ডাল খেয়েই এসব কবুতরের মৃত্যু হয়েছে। তবে ক্ষেতে বিষ দেওয়ার আগে আমাদের জানালে আমরা কবুতরগুলো আটকে রাখতাম। এ ছাড়া ঘুঘু ও শালিকসহ বিভিন্ন পাখিরও মৃত্যু হয়েছে ওই খাবার খেয়ে।’ একই কথা জানিয়েছেন মনির, সবুজ ও ছালেকসহ অনেক কবুতর খামারি।

এ বিষয়ে কৃষক মেহেদি শেখ বলেন, ‘আমি ক্ষেতে বিষ প্রয়োগ করি নাই। আমি নিজেও কবুতর পালন করি।’

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘আমরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে পাখি মৃত্যুর সত্যতা পেয়েছি। এটা একটা পরিকল্পিত ঘটনা। ধারণা করা হচ্ছে, কোনও দানাদার খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে। যা খেয়ে কবুতর, ঘুঘু, শালিক ও চড়ুই পাখির মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করা হয়েছে। তারা ক্ষেতে বিষ প্রয়োগের বিষয়ে সচেতন হবে বলে জানিয়েছে।’

কলাপাড়া বন বিভাগের সদস্য নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে থাকা কামরুল আলম বলেন, ‘আমরা এখানে এসে জানতে পেরেছি, বেশ কয়েকজন খামারির কবুতর মারা গেছে। এ ছাড়া কিছু পাখিরও মৃত্যু হয়েছে। ডালক্ষেতে বিষ প্রয়োগে করা খাবার খেয়ে এসব পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একজনকে অভিযুক্ত করেছেন এই এলাকার খামারিরা। আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
আরও ১৩ জনের করোনা শনাক্ত
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক