X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত

বরগুনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২২:৫২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২:৫২

বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নে বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী পাথরঘাটা সদর ইউনিয়নের গাববাড়িয়া ও টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

বন্য শূকরটি বাড়ির পেছন থেকে এসে প্রথমে বেলায়েত মীরকে আক্রমণ করে। এ সময় তার ছেলে ইব্রাহিম ছুটে এলে তাকেও আক্রমণ করে শূকরটি। এরপর ছখিনা বেগম এবং আব্বাসকে সামনে পেয়ে তাদের দুজনকেও আক্রমণ করে। এ ছাড়া রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় বন্যপ্রাণীটির আক্রমণের শিকার হন সাইফুল। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে লোকজন জড়ো হতে থাকলে শূকরটি বনের ভেতর চলে যায়।

বন বিভাগের কর্মকর্তারা বলেন, ‘শূকরগুলো টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করে। বনে খাদ্যসংকটের কারণে তারা লোকালয়ে এসে কৃষিজমিতে ফসলের ক্ষতি করে।’

শূকরের আক্রমণে আহতরা হলেন গাববাড়িয়া গ্রামের মো. বেলায়েত মীর (৫৫), তার ছেলে মো. ইব্রাহিম মীর (৩২),  একই গ্রামের হাসান মীরের স্ত্রী ছকিনা বেগম (৪২) এবং আব্বাস (৩৬)। অপরদিকে পার্শ্ববর্তী টেংরা গ্রামের সাইকুল (২৩) রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে আক্রমণের শিকার হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে শূকরের দাঁতের আঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে।

আহত বেলায়েত মীরের হাতের রগ ছিঁড়ে ফেলায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাশিদা তানজুম হেনা জানান, একজনের আঘাত বেশি থাকায়  তাকে বরিশালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটায় চিকিৎসা দেওয়া হচ্ছে। জলাতঙ্ক সংক্রমণের ভয় থাকলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ‘সংরক্ষিত বনের ওই শূকর হত্যা করার বিধান নেই। মানুষকে সচেতন করে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সর্বশেষ খবর
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ