শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধ

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সকাল থেকে এ নৌপথে পাঁচটি ছোট ফেরি চলাচল করছিল। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি বন্ধ চলাচল শুরু হবে না। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় এখন কোনও যান নেই বলে জানান তিনি।

এদিকে, ফেরি বন্ধ থাকলেও লঞ্চ চলছে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলেমান জানান, এ নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। আজ সারাদিন ৮৬টি লঞ্চ চলছে। তবে, ঘাটে যাত্রীদের কোনও চাপ নেই।