নৌকা থেকে যমুনায় পড়ে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৫ 

সিরাজগঞ্জে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন জামালপুরের ইসলামপুরের পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জের খুরমা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

নিখোঁজরা হলেন দেওয়ানগঞ্জের খুরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন মোল্লা বলেন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মাজারে ওরসের আয়োজন করা হয়। ওরসের প্যান্ডেল তৈরির জন্য জামালপুরের বিভিন্ন স্থান থেকে বাঁশ সংগ্রহ করা হয়েছিল। বাঁশ নিয়ে মাজারে আসছিলেন মুরিদরা।‌‌ তাদের বহন করা নৌকাটি এনায়েতপুর বাঁধ এলাকায় এলে উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাত জন নিখোঁজ হন। এদের মধ্যে স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলেও জানান পরিদর্শক জাকির হোসেন।