মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নির্বাচন কমিশনের কর্মী নিহত

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়াড়িয়াখোলা এলাকার নাগরী-মিশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালকের নাম আজমত আলী জুয়েল (৩৩)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া ইপজেলার রামনগর (খানসোতলা) গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি ঢাকার উত্তরা নির্বাচন কমিশন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতেন। তার সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত উজ্জ্বলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনিও একই প্রতিষ্ঠানে আউট সোর্সিং বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আব্দুস সালাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাগরী-মিশন সড়কে কালীগঞ্জগামী মোটরসাইকেলের সঙ্গে নাগরীগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়করে পাশের নিচু জমিতে পড়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠান।

উত্তরা নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ছুটির দিন থাকায় তারা দুজন মোটরসাইকেল যোগে আমাদের সহকর্মী নরসিংদীর রায়পুরা এলাকার আরিফের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনায় পড়েন।’  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানসী জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আহত দুই আরোহীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আজমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।