জাতীয় বিশ্ববিদ্যালয়

ফেল করেও পাসের দাবিতে অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলে অসন্তুষ্টি প্রকাশ করে অনশন করছেন তিন-চার শ’ শিক্ষার্থী। এ সময় তারা ‘গেটের তালা ভাঙবো, ভিসি স্যারকে আনবো’, ‘দাবি আমাদের একটাই পাস চাই পাস চাই’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’– স্লোগান দিতে থাকেন।

মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অনশন ও বিক্ষোভ করেন।     

বিক্ষাভরত শিক্ষার্থীরা জানান, গত ২০ জুলাই ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হন। অকৃতকার্য শিক্ষার্থীরা ফলাফল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন। ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ওই ফলের এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।

received_876491542978971শিক্ষার্থীদের দাবি, সম্মান শ্রেণির অন্যান্য বর্ষের পরীক্ষায় ভালো ফল হলেও চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে তাদের এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। তাদের এমন ফল হতে পারে না।

শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, ‘এর আগেও গত ১১ ও ১৮ আগস্ট একই দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরা বিক্ষোভ করেছি। ওইদিন ভিসি স্যার আমাদের ফল পুনর্মূল্যায়নের মিথ্যা আশ্বাস দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলতে চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে তারা মহাসড়কে যান চলাচলে কোনও বাধা সৃষ্টি করছেন না।