মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে গ্রেফতার ৪

মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতার চার জন ওই মেয়েটিকে বাসা থেকে অপহরণ করে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যাচ্ছিল। আমবাগান এলাকা দিয়ে যাওয়ার পথে খুলশী থানার একটি টিম নিয়মিত তল্লাশি চালানোর সময় তাদের আটক এবং মেয়েটিকে উদ্ধার করে।

গ্রেফতার চার জন হলেন– মো. আরিফ ( ১৮), মো. ইমরান হোসেন (১৮), মো. হেলাল (১৯) ও সাহাব উদ্দিন (১৮)।

ওসি বলেন, ‘মেয়েটি একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়তো। গ্রেফতার আরিফের পরিবার মেয়েটির বাসার পাশাপাশি ভাড়া বাসায় থাকতো। আরিফ মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার তাকে উত্ত্যক্ত করতো। বিষয়টি আরিফের বাবাকে জানালে আরিফ ক্ষিপ্ত হয়ে তাকে বাসা থেকে অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’