লোকালয় থেকে অসুস্থ ঈগল উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার লোকালয় থেকে অসুস্থ অবস্থায় একটি বিপন্ন প্রজাতির ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ফুট উচ্চতার ঈগলটির ওজন এক কেজি ৮০০ গ্রাম বলে জানা গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মুজিবনগর গ্রাম থেকে ঈগলটি উদ্ধার করা হয়।

বর্তমানে ঈগলটি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনি বাজারের পাখিপ্রেমী যুবক মোরশেদ আলম সুজনের কাছে রয়েছে। তিনি ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন। তবে এখনও এটি উড়তে পারছে না। সুজন ঈগলটির নিবিড় পরিচর্যা করে চলেছেন। দু-একদিনের মধ্যে সুস্থ হতে পারে।

সুজন বলেন, ‘শুক্রবার (১৫ অক্টোবর) চরফ্যাশনে অসুস্থ অবস্থায় একটি ঈগল বিলে পড়ে রয়েছে জানতে পেরে সেটি উদ্ধার করে নিয়ে আসি। বর্তমানে ঈগলটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে ঈগলটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

এ ব্যাপারে লালনমোহন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘ঈগল উদ্ধারের খবর পেয়েছি। এটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে। এর আগে তিন মাস আগে লালমোহন থেকে আরও একটি ঈগল উদ্ধার করা হয়েছিল। সেটিকেও বনে অবমুক্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, বন ও পরিবেশ থেকে এ ধরনের পাখি এখন অনেকটা বিপন্ন। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করে।