X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ২০:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০:২৪

মুন্সীগঞ্জে দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকার নিসর্গ অঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ।

পাখি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন বার্ড বাংলাদেশের আয়োজনে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পরিবেশ আন্দোলনকর্মী শাহজাহান মৃধা বেনু, সাংবাদিক সেলিম সামাদ। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। বার্ড বাংলাদেশের প্রেসিডেন্ট সাজাহান সরদারের সভাপতিত্বে পাখি গবেষক ও পাখি পর্যবেক্ষকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

বার্ড বাংলাদেশ প্রেসিডেন্ট ও পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার সাংবাদিকদের বলেন, ‘বার্ড বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে পাখি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, সংরক্ষণের উদ্যোগ নেওয়া, সচেতনতা তৈরি করা, প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি। এসব নিয়ে আমরা যতটুক পারি কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৫০ বছরের নানারকম পর্যবেক্ষণের পর আমরা বলতে পারি, বাংলাদেশে সাত শতাধিক প্রজাতির পাখি রয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে পাখিদের আবাসনস্থল ধ্বংস হচ্ছে। দিন দিন পাখির সংখ্যা কমছে। কমছে পাখির প্রজাতির সংখ্যাও। আজ থেকে ৩০-৪০ বছর আগে যে পাখিগুলো দেখেছি এখন সেগুলো দেখা যাচ্ছে না। আবার অনেক পাখি দেখা যাচ্ছে, যাদের আগে দেখিনি।

‘আবাসন সংকুচিত ও আবাসন পরিবর্তিত হওয়ায় পাখিদের সংখ্যাও ক্রমশই কমছে। গ্রামীণ ঝোঁপ-জঙ্গল কমছে। আমাদের দেশি পাখির সবচাইতে বড় আবাসন হচ্ছে ঝোঁপ জঙ্গল ও গ্রামীণ জলাশয়। শহরকেন্দ্রিক পাখিদের আবাসস্থল একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এতে পাখিদের ভুবন ছোট হচ্ছে। সচেতনতা এবং প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পরিকল্পনা করে জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে পাখিদের রক্ষা করা সম্ভব।’

/এমএএ/
সম্পর্কিত
মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন
বাঁশখালীতে হাতি হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট