অনুমোদনহীন শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য ধ্বংস, ডিলারকে জরিমানা

পঞ্চগড়ে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে অনুমোদনহীন শিশুখাদ্য, নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে শহরের কাঁচাবাজার এলাকার ডিলার রবিউল ইসলামের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এস এম শরিফ আফজাল, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডিলার রবিউল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছেভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিউল দেশের বিভিন্ন বিখ্যাত খাদ্যপণ্যের মোড়কের আদলে জুসের বোতল, নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, মশার কয়েল, চিনিগুঁড়া চাউলের প্যাকেট, ডিটারজেন্ট, টেস্টি স্যালাইন প্যাকেট ও বোতলজাত করছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেইসব অনুমোদনহীন, নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা প্রশাসনের টাস্কফোর্স এসব অবৈধ পণ্যের মজুত ও বিক্রির অভিযোগে পরিচালনা করে। এ সময় টাস্কফোর্স সদস্যরা সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও অননুমোদিত পণ্য জব্দ করেন। 

পরে টাস্কফোর্স রোলার গাড়ি দিয়ে এসব মালামাল ধ্বংস করে। এসব পণ্য রাখার দায়ে রবিউলকে জরিমানাএবং এসব পণ্য যাতে আর মজুত ও বিক্রির ব্যাপারে তাকে সতর্ক করা হয়েছে।