মাদকসহ সমাজসেবা কর্মকর্তা গ্রেফতার

মাদকসহ গ্রেফতার হয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে সাড়ে চার লিটার মদসহ তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। ওই দিনই তাকে রংপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। রবিবার র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

মশিউর রহমান ২০১৯ সালের জুলাই থেকে উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম ব্যাচের সদস্য।

মাহমুদ বশির আহমেদ জানান, শুক্রবার বিকালে মশিউর রহমানকে সহযোগী রাসেলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে রংপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে কী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকেনুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।