গাজীপুরের পোশাক কারখানার আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, তিন ঘণ্টা পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানার নিরাপত্তাকর্মী বিপ্লব ও কাজল বলেন, ‘কারখানার নিচতলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। নিচতলায় আগুন লাগার খবর পেয়ে শ্রমিকেরা দৌড়ে বের হয়ে নিরাপদে অবস্থান নেন।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে প্রথমে কাশিমপুর এলাকার ডিবিএলের ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এরপর জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে তিনটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ নির্ণয় করার যায়নি। হতাহতের ঘটনা ঘটছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।