ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল্লাল আল হাবিব (৩৪) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে কাহালু উপজেলার ডেপুইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার এসআই নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত আবদুল্লাল আল হাবিব বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের সাবেক দফতরি ও শহরের মালগ্রাম খন্দকারপাড়ার দৌলতুজ্জামানের ছেলে। তিনি রেইনবো বগুড়া গ্রæপ নামে একটি এনজিওর কাহালু শাখার ব্যবস্থাপক ছিলেন। হাবিব সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কাহালুর কর্মস্থলে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে তিনি বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার ডিপুইল এলাকায় পৌঁছেন। সেখানে মোটরসাইকেলের টায়ার পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাকের চালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।

এসআই নাজমুল হক জানান,  মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকের চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।