মসজিদ কমিটি ও জমি নিয়ে দ্বন্দ্ব: আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ সদরের চরাঞ্চলে মসজিদ কমিটি এবং জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শফিকুল ইসলাম (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল জানান, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকায় যাওয়ার পথেই শফিকুলের মৃত্যু হয়। শফিকুল নিহত রফিকুলের ছোট ভাই। তাদের বাবা আলী আকবর এখনও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ময়নাতদন্তের জন্য শফিকুলের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতেই আলী আকবর বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিরতা নয়াপাড়ার শরাফুদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৮) এবং তনু শেখের পুত্র মমতাজ উদ্দিনকে (৪২) আটক করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে পুলিশি তৎপরতা চলছে জানান তিনি।

নিহত শফিকুল ইসলামের চাচা আব্দুল মজিদ জানান, সিরতা নয়াপাড়ার তালেব আলীর পরিবার ও প্রতিবেশী আলিমুদ্দিন নবী হোসেন পরিবারের সঙ্গে মসজিদের কমিটি এবং ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে শুক্রবার দুপুরে নবী হোসেনের লোকজন নয়াপাড়ার বাজারের দোকানে ঢুকে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। খবর পেয়ে রফিকুলের বাবা আলী আকবর ও ছোট ভাই শফিকুল ইসলাম বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে রফিকুল ইসলাম মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য শফিকুল ইসলামকে ঢাকায় পাঠানো হলে পথেই শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।

হামলায় দুই ভাইয়ের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।