বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটে ৪ আ.লীগ নেতা বহিষ্কার

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় চার আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় চার জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—আওয়ামী লীগ নেতা সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লস্কর আলতা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গফুর আলী ও বারহাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুমন আহমদ চৌধুরী।

এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজলসার ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আম্বিয়াকে বহিষ্কার করা হয়েছে। তিনিও নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন।