পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সংবর্ধনায় যায়নি সিলেট আ.লীগ

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করা ও সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সিটি করপোরেশন। 

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তবে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যায়নি। তবে মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ও আওয়ামী লীগ ঘরানার বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে অশোভন কথাবার্তা বলেন। তাছাড়া আরও বেশ কিছু জনসম্পৃক্ত কারণ রয়েছে, যে কারণে আমরা সিটি করপোরেশনের দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবো না।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে আমরা যাবো না। আমরা আমাদের দলে নেতাকর্মীদেরও বলে দিয়েছি।’