বরিশাল ক্যাডেটে ৫৪ জনই পেলো জিপিএ-৫

বরিশাল ক্যাডেট কলেজের সব এসএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় কলেজের অধ্যক্ষ কর্নেল সাইফুল হক আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলের জন্য শিক্ষকমন্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সবাইকে অভিভাবদন জানিয়েছেন অধ্যক্ষ।

এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ পরীক্ষার্থী।

বেলা সাড়ে ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল বোর্ডে এক লাখ ১৩ হাজার ছয় জন পরীক্ষা দেয়। পাস করেছে এক লাখ এক হাজার ৯১৭ জন। ৫১ হাজার ৪৬৩ জন ছেলে এবং ৫০ হাজার ৪৫৪ জন মেয়ে পাস করেছে।

পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ এবং মানবিক বিভাগে ৮৮ দশমিক ৭২ শতাংশ