ভোট চুরির নতুন কৌশল নিয়েছে আ.লীগ: মির্জা ফখরুল

বর্তমান সরকারকে ২০১৮ সালের ‘নিশিরাতের সরকার’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার তারা (আওয়ামী লীগ) প্রিসাইডিং কর্মকর্তাকে দিয়ে ভোট চুরির নতুন কৌশল নিয়েছে। এ সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি বিদায় করতে না পারলে দেশের মানুষ নিরাপত্তা, গণতন্ত্র ও স্বাধীনতা পাবে না। ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হরণ দিবস।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলায় আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। খালেদা জিয়াই প্রথম নারী, ৭১ সালে যিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্দি ছিলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আজ তার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন চলবে, যতদিন না তিনি মুক্তি পান।’

বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেননি, তিনি রাজপথে সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে জনগণের ভালবাসায় সিক্ত হয়ে দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন।’

ডিজিটাল নিরাপত্তা আইনের নিন্দা করে তিনি বলেন, ‘আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই, আমরা কথা বলার অধিকার ফেরত চাই।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।