X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এই সরকারের মাথার কাছে আজরাইল এসে পড়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ২১:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২৩:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের মাথার কাছে আজরাইল এসে পড়েছে। যতই লাফালাফি করুক তাদের সময় শেষ।’

রবিবার (১৪ এপ্রিল) বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের রুহিয়ার আবু নুরের চাতালে জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল তার দীর্ঘদিনের সহকর্মী তৈমুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘তৈমুর রহমান এমন এক সময়ে চলে গেলেন যখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি। তিনি এমন এক সময়ে চলে গেলেন যখন তার নেতৃত্ব আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তৈমুর রহমানের স্মৃতি সংরক্ষণে বিএনপি বিশেষ উদ্যোগ নেবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘রাজনীতি শুধু আমার বা বিএনপির জন্য প্রয়োজনীয় নয়। গোটা জাতি আজ আজ বিপদাপন্ন, আপনারা সংগ্রাম করুন, পুরো জাতি আপনার সঙ্গে থাকবে।’

৭১ সালের যুদ্ধে তৈমুর রহমানের বীরোচিত ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম, যাতে আমরা ভোট দিয়ে নিজেদের পছন্দমতো সরকার গঠন করতে পারি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাই, দুবেলা দুমুঠো খেতে পাই, ছেলেমেয়েদের ভালো শিক্ষা দিতে পারি। আজ স্বাধীনতার ৫৩ বছর পরে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সে সমাজ গঠন করতে পারিনি। আজ যারা দেশের জনসাধারণের ওপর চেপে বসে আছে তারা একদলীয় শাসন চালু করতে চায়, ৭৫-এর মতো আবার বাকশাল কায়েম করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘৯১ থেকে ২০০৮ পর্যন্ত দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছিল তা নিরপেক্ষ হয়েছিল। ২০০৮ সালে ক্ষমতায় এসে তারা পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে পাঁচটিতেই বিএনপির কাছে পরাজিত হলো। তারা বুঝেছে জনসাধারণ আর তাদের ভোট দেবে না। আর তখনই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নিয়ম চালু করলো, যাতে তারা চিরকাল ক্ষমতায় থাকতে পারে।’

আখানগর বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও পঞ্চগড় বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ আজাদ, জেলা বিএনপি নেতা পয়গাম আলী, আনসারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অনেকে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে