আত্মীয় বাড়িতে বেড়াতে এসে হত্যার শিকার মাদ্রাসাছাত্র

বরিশালে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে হত্যার শিকার হয়েছে নয় বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. ইয়াসিন। পুলিশ জানায়, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ইয়াসিন বরগুনার বদরপুর দাখিল মাদ্রাসার ছাত্র এবং ঢাকায় কর্মরত সগির হোসেনের ছেলে। বরিশাল নগরীর রূপাতলী এলাকায় আত্মীয় সিরাজুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল।

সিরাজুল ইসলাম জানান, শনিবার সকালে তিনি খবর পান তার বাড়িসংলগ্ন বসুন্ধরা হাউজিংয়ের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে ইয়াসিনের জবাই করা মরদেহ দেখতে পান। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী মো. জাকিরের সঙ্গে তার জমিজমাসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। জাকির ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

তিনি আরও জানান, ইয়াসিন নিখোঁজ হওয়ার আগে তার বাড়ির সামনে জাকিরের ছেলে ইমরানকে দেখেছেন। নিখোঁজের পর থেকে ইমরানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ।

ঘটনাস্থল পরিদর্শন করা অতিরিক্ত ‍উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িতদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিনের মা মারা যাওয়ায় পর দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন সগির হোসেন। তার ছেলে ইয়াসিন বেশির ভাগ সময় গ্রামের বাড়ি বরগুনা, বরিশাল ও ঢাকায় বসবাস করতো।